নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় ডিউটি চলাকালীন সময়ে মোবাইল ছিনতাইকারীকে ছিনতাই করার সময় হাতেনাতে আটক করে দায়িত্বশীল ও সাহসীকতাপূর্ণ কাজের জন্য পুরস্কার পেয়েছেন সেখানকার দায়ীত্বরত সার্জেন্ট ইব্রাহীম খলিল।
বুধবার (১১ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ পুরস্কৃত প্রদান করেন এবং পরবর্তীতে আরো ভালো কাজ করার জন্য উৎসাহ দেন।
জানা যায়, মঙ্গলবার (১০ মে) রাত আটটার সময় আগ্রাবাদ বাদামতলী মোড়ে দায়িত্ব চলাকালীন সময়ে বাস থেকে মোবাইল ছিনতাই করার দৃশ্য চোখে পড়ে সার্জেন্ট ইব্রাহীম খলিলের।
এসময় দৌঁড়ে মোবাইল ছিনতাইকারীকে ছিনতাইকৃত মোবাইলসহ হাতে নাতে আটক করেন তিনি।
পরবর্তীতে তিনি আটককৃত ছিনতাইকারীকে ডবলমুরিং থানায় সোপর্দ করেন এবং উদ্ধারকৃত মোবাইল মূল মালিককে ফিরিয়ে দেন। এ কারণে তিনি এ পুরস্কার পেলেন।