আসছে নির্বাচনের জন্য আ:লীগের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে: আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ২০২৩ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের চলমান উন্নয়ন অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে হলে এই নির্বাচনে আমাদের বিজয়ের বিকল্প কিছু নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে চট্টগ্রামের সবকটি আসন উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদেরকে এখন থেকে কাজ শুরু করতে হবে।

আওয়ামী লীগ ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে সরকারের সফলতার গল্প বলতে হবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপমানসে বিএনপি নামক দলটি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদেরকে সর্বশক্তি দিয়ে মাঠে থাকতে হবে।

রবিবার (২৪ এপ্রিল) বিকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বর এলাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য খোরশেদ আলম রহমানের উদ্যোগে গরীব,দুস্থ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মহানগর যুবলীগ সদস্য খোরশেদ আলম রহমানের সভাপতিত্বে ও মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ সদস্য মোঃ বেলাল আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রায়হান ইউসুফ, নগর সেচ্ছাবেবক লীগের সহ-সভাপতি সুজিত দাশ, যুবলীগ সদস্য তানভীর আহমেদ রিংকু, নঈম উদ্দীন খান, ওয়াহিদুল আলম শিমুল, সাইফুদ্দীন আহমেদ, মোঃ কায়সার, মোঃ কামরুজ্জামান, ফজলে হাসান চৌধুরী, ইশতেহার উদ্দীন পারভেজ, ইয়াসির আরাফাত, আকতারুজ্জামান রুমেল, আতিকুর রহমান, মোঃ মাসুম, টিপু শীল জয়দেব, আলাউদ্দীন বাপ্পী, রাশেদুল আলম, ছাত্রনেতা অসিউর রহমান,শাফফাত বিন আমিন,অনিন্দ্য দেব প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে, ২৪ এপ্রিল বিকালে মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের উদ্যোগে মাদারবাড়ি তালীমুল উম্মাহ মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ক্লাব কর্মকর্তাদের এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহআলম সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন লিটন সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের।

অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিক সুলতান আহমদ সেলিম, সাইফুল্লাহ চৌধুরী, এছাক সদ্দার, সিজেকেএস কাউন্সিল রায়হান রুবেল, ইকবাল হোসেন, আবদুল আজিজ, মহসিন সাজু, ফারুক রানা,আরাফাত, ইসমাইল, সানি, সাইমন আহ্বান সাহেদ, অভি, ইমন, শহিদ, আলামিন, মান্নাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।