নিজ
‘একটি খালি ছাদ, একটি ফসলের মাঠ’ স্লোগানকে সামনে রেখে ফেসবুক ভিত্তিক কৃষি গ্রুপ ‘সবুজের ছোঁয়ায় নিজের বাগানের আঙ্গিনায়’র উদ্যোগে শীতকালীন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ অক্টোবর ) বিকেলে নগরের সিআরবিস্থ বক্ষব্যাধি হাসপাতালে এই শীতকালীন ইভেন্ট অনুষ্ঠিত হয়।
ইট কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুত হারিয়ে যাচ্ছে সবুজ। সবুজকে বাঁচিয়ে রাখতে ও শহরে ছাদ বাগানে উৎসাহিত করতে এই বীজ বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ‘সবুজের ছোঁয়ায় নিজের বাগানের আঙ্গিনায়’ নামক একটি ফেসবুক ভিত্তিক কৃষি গ্রুপ। এতে প্রায় ২’শ ছাদ বাগানিকে আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠানের শেষে প্রত্যেককে ২০ প্রকারের শীতকালী বীজ বিতরণ ও একটি করে আম গাছের চারা উপহার দেওয়া হয়।উপস্থিত ছাদ বাগানিদের পরামর্শ দিয়ে প্রধান অতিথি সবুজ প্রেমী মোহাম্মদ আলী বলেন, ‘পরবর্তী প্রজন্মকে সবুজায়নে উৎসাহিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য।
আমরা একসময় থাকবনা।আমাদের পরবর্তী প্রজন্ম যেন বলতে না পারে যে আমরা তাদের জন্য বসবাসের অযোগ্য এক পৃথিবী রেখে গেছি।’এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেসবুক গ্রুপ ক্রিয়েটর আলমগীর শিকদার, মডারেটর সাইফুল্লাহ খোকন, সাইফুল ইসলাম, শওকত হোসেন প্রমুখ।