খুলশীর রেলক্রসিংয়ে পাশে কালভার্ট পূর্ণনির্মাণ চসিকের: যানবাহন চলাচলে ট্রাফিকের নির্দেশনা

প্রেস বিজ্ঞপ্তি:

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডে ঝাউতলা, রেলক্রসিং সংলগ্ন স্থানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক কালভার্ট নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে খুব শ্রীঘ্রই।

বৃহস্পতিবার, (১২ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী কাল শুক্রবার ১৩ মে হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় থেকে একেখান চলাচলের উপর যানযাহনের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সিএমপি থেকে।

উক্ত কালভার্ট নির্মাণ প্রকল্পের কাজ চলমান রাখার লক্ষ্যে জনস্বার্থে সকল প্রকার যানবাহন নিম্নোক্তভাবে নিয়ন্ত্রণ বা চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।

যানবাহ চলাচল পরিকল্পনা :

(১) একেখান হতে জিইসি মুখী সকল প্রকার যানবাহন সমূহ আকবরশাহ মোড়/পাঞ্জাবী লেইন/ওয়ারলেস মোড় (মুরগির ফার্ম) হয়ে আমবাগান, টাইগারপাস রোড ব্যবহার করবে।

(২) জিইসি থেকে একেখান মুখী ভারী যানবাহন সমূহ (বাস, ট্রাক, কাভার্ডভ্যান ইত্যাদি) টাইগারপাস,আমবাগন রোড ব্যবহার করে চলাচল করবে।

(৩) জিইসি থেকে একেখান মুখী পথে কেবলমাত্র হালকাযান সমূহ জরুরী প্রয়োজনে একমুখী চলাচল করতে পারবে।

বিজ্ঞপ্তিতে যানবাহনের সুষ্ঠু নিয়ন্ত্রণের লক্ষ্যে সিএমপি ট্রাফিক বিভাগকে নগরবাসীর আন্তরিক সহযোগিতা করার জন্য বলা হয়েছে। সাথে সাথে নগরবাসীকেও যানবাহন চলাচল করতে সহযোগিতা করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।