গোয়েন্দা পুলিশের জালে ৩ কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন শুভপুর বাসস্ট্যান্ড মোড় কাউন্টারের সামনে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগ।

শনিবার (২৯ এপ্রিল) মহানগর গোয়েন্দা (পশিম)বিভাগ এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন এর নেতৃত্বে মোঃ শহিদুল হক রাসেল (২২) কে ওই গাঁজা সহ আটক করা হয়। মনির কুমিল্লার দাউদকান্দি থানার আক্তার হোসেনের ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে কম দামে গাজা ক্রয় করিয়া বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় গাঁজা বিক্রি করে। নগরীর সদরঘাট থানায় এ বিষয়ে মাদক আইনে মামলা দায়ের করা সহ আসামি হস্তান্তর করা হয়েছে।