চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
১৪ ডিসেম্বর মঙ্গলবার বিকালে অংকুর মিলনায়তনে অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবীর কাছে ফলাফল হস্তান্তর করেন অংকুর চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জোনের সদস্য সচিব তানজির হোসেন জুয়েল এবং মোহাম্মদ এজাজুল ইসলাম।
এসময় বৃত্তি প্রকল্পের’২১ এর চেয়ারম্যান প্রফেসর নুরুন্নবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
তিনি আরো বলেন “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি শিক্ষার্থীদেরকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন আসক্তি থেকে দূরে থেকে পড়াশোনায় মনোনিবেশ করার আহ্বান জানান।
এসময় তিনি এই সুন্দর আয়োজনের জন্য অংকুর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অংকুরের জোন পরিচালক হোসেন আজম, দিদারুল আলম, সাখাওয়াত হোসেন ফরহাদ, ইশরাক হাসান পারভেজ ও সাইফুদ্দিন আসিফ।
রেজাল্ট জানা যাবে www.aunkurctg.org ওয়েবসাইটে।