নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) নগরের ইপিজেড, বাকলিয়া এবং জোরারগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা।
এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ৬২৯ পিস ইয়াবা এবং ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩৪ লাখ ৫০ হাজার টাকা।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটকরা হলেন— মো. মুছা (৪৫), মো. কামাল (৪২), হরিধন ভৌমিক (৩০) ও সুজিত চন্দ্র দাস (৫০)।
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়। তারা বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে। আটককৃত ব্যক্তিদের ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে নগরের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।