প্রেস বিজ্ঞপ্তি :
চট্টগ্রাম নগরের প্রায় ৩৩টি এলাকায় শুক্রবার ৫ ঘণ্টার জন্য বিদ্যুৎ থাকবে না।
উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
এলাকাগুলো হচ্ছে— জুবিলী রোড, এনায়েত বাজার, বাটালী রোড, গোয়াল পাড়া, হাজারী গলি (আংশিক), পুরাতন গীর্জা, কেসিদে রোড, মুসলিম হল, শহীদ মিনারের সামনের এলাকা, তিন পোলের মাথা (আংশিক), টিএন্ডটি ও আশপাশের এলাকা (আংশিক), গোলপসিং লেইন, রাইফেল ক্লাব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের এলাকা, চট্টগ্রাম সার্কিট হাউজ ও বাংলাদেশ নেভী, ডিসি বাংলো ও লাভ লেইন আংশিক এলাকা, এস এস খালেদ রোড, আসকার দীঘি, কাজীর দেউড়ী, নুর মোহাম্মদ রোড, সার্সন রোড, হেমসেন লেন ও এস আলম টাওয়ারসহ তৎসংলগ্ন এলাকা সমূহ, ব্যাটারী গলি, দামপাড়া (আংশিক), মেহেদীবাগ, চট্টেশ্বরী রোড, চকবাজার (আংশিক), জয়নগর (আংশিক), লালচাঁদ রোড (আংশিক) ও চট্টেশ্বরীস্থ বিভাগীয় কমিশনার কার্যালয়সহ আশপাশ এলাকাসমূহ।