নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগের আওতায় রেজিস্ট্রেশনকৃত গাড়িসমূহে কিউআর কোড স্টিকার লাগানোর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ সময় চালকদের পরিচয়পত্র প্রদান ও টি-শার্ট বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় নগরের জিইসি মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিসি ট্রাফিক (উত্তর) জয়নুল আবেদীন।
তিনি বলেন, এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে যাত্রী ও চালকদের নিরাপত্তা। অনেক ক্ষেত্রে যাত্রীদের বিভিন্ন মালামাল হারিয়ে যায়। এই কার্যক্রমের মাধ্যমে যাত্রীরা তাদের মালামাল সহজেই ফেরত পাবে। চালক ও গাড়ির একটা পরিচয় থাকবে।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি থেকে মুক্ত রাখতে এ কার্যক্রম। এ সময় উপস্থিত ছিলেন এডিসি ট্রাফিক (উত্তর) মো. কাজী হুমায়ন রশিদ, এসি ট্রাফিক (উত্তর) মমতাজ উদ্দীন, উত্তর ট্রাফিক (প্রশাসন) সেলিমুর রহমান, টিআই পাঁচলাইশ মো. মঞ্জুর হোসেন।