চট্টগ্রাম সায়েন্স সোসাইটির বায়োলজি অলিম্পিয়াড’র পুরস্কার বিতরণ

বিজ্ঞানের ছাত্রদের আরো বেশি উৎসাহী করার লক্ষ্যে প্রথমবারের মতো চট্টগ্রাম সায়েন্স সোসাইটির উদ্যোগে আয়োজিত বায়োলজি অলিম্পিয়াড এর পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। এসময় ১৫ শিক্ষার্থীকে বিভিন্ন প্রাইজে পুরস্কৃত করা হয়।

সোমবার ২৫ এপ্রিল নগরীর একটি রেস্টুরেন্টে সংগঠনটির আহ্বায়ক আবদুল্লাহ মাহমুদ এর সভাপতিত্বে এবং বোরহান উদ্দীনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম সায়েন্স সোসাইটির প্রধান উপদেষ্টা নোমানুর রশিদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিযোগীতাময় বিশ্বে বিজ্ঞানের ছাত্রদের মেধাকে শাণিত করার অংশ হিসেবে এমন আয়োজন শিক্ষার্থীদের জানার আগ্রহ আরো বাড়াবে। এমন আয়োজনে তারা আরো অনুপ্রাণিত হবে। এসময় ভিন্নধর্মী এমন আয়োজনের জন্য চট্টগ্রাম সায়েন্স সোসাইটির ভূয়সী প্রশংসা করেন।

প্রতিযোগীতায় পুরস্কৃত হওয়া শিক্ষার্থী নিবরাসুল হুদা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের ক্যারিয়ারকে বিকশিত করার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এজন্য তিনি সায়েন্স সোসাইটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।

এসময় চট্টগ্রাম সায়েন্স সোসাইটি পরিবারের সকল কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।