চসিকের ৮ শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সোনালী ব্যাংকে: চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিউশন ফিসহ অন্যান্য ফিস বা চার্জ সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে পরিশোধ করতে পারবেন।

বুধবার (২৯মার্চ) সকালে আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের টিউশন ফিসহ অন্যান্য ফিস বা চার্জ পরিশোধের জন্য সোনালী ব্যাংক লিমিটেড এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে এ সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়তে চান তা বাস্তবায়নে আমাদের আর্থিক কার্যক্রমের ডিজিটালাইজেশন প্রয়োজন।

সোনালী ব্যাংকের সহায়তায় আমরা স্কুলগুলোর আর্থিক লেনদেনের মাধ্যমে স্বচ্ছতার পথে আরো এগিয়ে গেলাম। ভবিষ্যতে চসিক পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠানেই ম্যানুয়াল পদ্ধতিতে আর্থিক লেনদেনের পরিবর্তে ব্যাংকের মাধ্যমে লেনদেন করব আমরা।

সভাপতির বক্তব্যে সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার অলক কুমার বলেন, প্রাথমিকভাবে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পাইলট কার্যক্রম সফল হলে পরবর্তীতে চসিক পরিচালিত সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংকে পরিচালিত হবে বলে আমরা আশা করি। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজে তাদের সমস্ত ফি পরিষোধ করতে পারবে আবার স্কুলগুলোও বিপুল হিসাবের জটিলতা থেকে বাঁচবে।

এই আটটি স্কুল হলো অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ব মাদারবাড়ি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পাঠানটুলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, লামাবাজার এএএস সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এবং হোসেন আহমেদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, সোনালী ব্যাংকের সিরাজুদ্দৌলা রোড শাখার ম্যানেজার তাকিয়ান হায়দার, টেরীবাজার শাখার ম্যানেজার অর্পিতা বড়ুয়া, সিনিয়র অফিসার মো. ইউনুছ মিয়া এবং চসিকের আট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।