চাকতাইয়ে ভেজাল মসলা সহ ১০ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মসলা তৈরি করে বাজারজাত করার অপরাধে নগরীর বাকলিয়া হতে বিপুল পরিমাণ ভেজাল মসলা জব্দসহ ১০ জন ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার ২৩মে রাতে বাকলিয়া থানাধীন চাকতাই এলাকায় এই অভিযান চালায় র‌্যাব।

বুধবার (২৪মে) র‌্যাব -৭ এর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান র‌্যাবের মিডিয়া অফিসার নুরুল আবছার।

র‌্যাব জানিয়েছে, অভিযানকালে জসিমের ক্রাসিং মিলের ভিতর ভেজাল মশলা তৈরী ও বিক্রয়ের জন্য রাখা ভেজাল রং মিশ্রিত প্রায় ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনিয়া গুড়া এবং ১২ কেজি ভেজাল রং ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়।এ কারবারের সাথে জড়িত থাকার অপরাধে মিলটির মালিক মোঃ জসিম উদ্দিন সহ ১০ জনকে আটক করা হয়েছে।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের মশলাসহ মরিচের গুঁড়ার সাথে বিভিন্ন রং ও রাসায়নিক পদার্থ মিশ্রন করে ভেজাল মশলা তৈরী করে আসছে এ সব ব্যবসায়ীরা। সে-ই সাথে এই সব ভেজাল মশলা চট্টগ্রাম জেলার বিভিন্ন বাজার ছাড়াও, আশেপাশের বিভিন্ন জেলায় পাইকারদের মাধ্যমে বিক্রয় করে আসছে বলেও জানায় র‌্যাব।

আটক ব্যবসায়ী ও উদ্ধারকৃত মালামাল বাকলিয়া থানায় পাঠানো হয়েছে।