চাক্তাইয়ে সেমাইয়ের কারখানায় ২ লাখ টাকা জরিমানা ভোক্তার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশ ও অননুমোদিত কেমিক্যাল দিয়ে সেমাই তৈরি এবং মূল্য তালিকা ছাড়া গরুর মাংস বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ।

বুধবার (৫ এপ্রিল) সকালে নগরের চাক্তাই নয়া মসজিদ ও তুলাতলির জামাই বাজারে এ অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম।

এ সময় অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথ।

অভিযান বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, অননুমোদিত কেমিক্যাল ব্যবহার, প্যাকেটের গায়ে মূল্য না থাকায় চাক্তাই এর নয়া মসজিদ এলাকার ডায়মন্ড সেমাই ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, এছাড়াও দোকানে মূল্য তালিকা ছাড়া গরুর মাংস বিক্রি করায় তুলাতলি জামাই বাজারের আল জাহমিয়া স্টোরকে ২ হাজার টাকা এবং এরশাদের মাংসের দোকানকে ৩ হাজার টাকা সহ তিনটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) চাক্তাই রাজাখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজার, রফিক ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার ও সূর্য সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজারসহ ৩ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক।