নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বিভিন্ন স্থানে সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী রাখায় ১০ মালিক পক্ষের লোকজনকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মে) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।
অন্যদিকে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো কাঁচাবাজারে পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করেন।
এই সময় দুই দোকান থেকে পলিথিন ব্যাগ জব্দ এবং পলিথিন ব্যাগ বর্জনের জন্য দোকান মালিক ও ক্রেতা সাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।
অভিযান কালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।