নগর প্রতিবেদক:
বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জন অধ্যাপক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এল.এ কাদেরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।
২৯ আগস্ট রোববার বিকেলে এক শোক বার্তায় তিনি বলেন, চিকিৎসা বিজ্ঞানে প্রফেসর ডা. এল.এ কাদেরী যে অবদান রেখে গেছেন তা দেশবাসী চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। তাঁর মৃত্যু দেশের চিকিৎসা বিজ্ঞানে অপুরনীয় ক্ষতি হল।
মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।