নিজস্ব প্রতিবেদক:
ঈদের দিন চট্টগ্রাম শহরের প্রধান সড়কে সীমারেখার বাইরে গিয়ে বেপরোয়া গতি ও উচ্চস্বরে হর্ন বাজিয়ে মোটরসাইকেল চালানোর জন্য বেশ কয়েকটি মোটরসাইকেল আটক করেছে সিএমপি পুলিশ।
মঙ্গলবার (৩ মে) সিএমপির সূত্রে এ তথ্য জানা গেছে। এ তথ্যে বলা হয়েছে, সিএমপির পশ্চিম বিভাগের পুলিশের হাতে আটক হয়েছে ৪২ জন আর জব্দ হয়েছে ৪০টি মোটর সাইকেল সহ অন্যান্য যানবাহন।
সেখানে আরও বলা হয়, চট্টগ্রাম মহানগরে নিবন্ধনহীন গাড়ি চালানো, হেলমেটবিহীন ও বেপরোয়াভাবে বাইক চালনো, অপ্রাপ্তবয়স্কদের বাইক চালানো ও ট্রাকে করে উচ্চ শব্দে লাউডস্পিকারে গান বাজানোর অপরাধে অভিযানে নামে সিএমপির পশ্চিম বিভাগ। এসময় ৪২ জন ব্যক্তি এবং ৪০ টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি নিরাপদে ঈদ আনন্দ উপভোগ করার জন্য আইন মেনে চলার জন্য অনুরোধ করা হয় সিএমপির পক্ষ থেকে।