নিজস্ব প্রতিবেদক :
ফেসবুক পেজের মাধ্যমে টিউশন দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. মাইনুদ্দিন হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭।
বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় নগরের কসমোপলিটন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মো. মাইনুদ্দিন হাসান (২৫) নামের ওই যুবককে আটক করা হয়।
আটক মো. মাইনুদ্দিন সাতকানিয়া উপজেলার গারংগিয়া গ্রামের মুকতার আহমদের ছেলে।
র্যাব জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রিদুওয়ানুল হক ফেসবুকে ‘মাহতির ইসলাম’ নামের একটি আইডিতে টিউশনের বিভিন্ন পোস্ট দেখতে পান। সেখানে মাইনুদ্দিন তাকে মিডিয়া ফি বাবদ ৫০ শতাংশ ফি পরিশোধের শর্তে হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে বলে। রিদুওয়ানুল শর্ত মোতাবেক ৫০ শতাংশ ফি বাবদ আড়াই হাজার টাকা বিকাশে পরিশোধ করে। পরে মাইনুদ্দিন তাকে অভিভাবকের মোবাইল নম্বর ও ঠিকানা দেয়। কিন্তু রিদুওয়ানুল সে নম্বরে যোগাযোগ করলে তা বন্ধ পান। তখন মাইনুদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সে ফোন ধরে না এবং এক পর্যায়ে রিদুয়ানুলের মোবাইল নম্বর ব্লক করে দেয়। পরে রিদুয়ানুল এ বিষয়ে র্যাবের কাছে অভিযোগ জানায়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ফেসবুকে বিভিন্ন পেজে এ ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এই লোভনীয় টিউশন বিজ্ঞাপনের ফাঁদে পড়ছে। টিউশন মিডিয়ার নামে এ ধরনের প্রতারণা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কেন্দ্র করে গড়ে ওঠেছে। প্রতারক চক্র ৫০ শতাংশ কমিশনের শর্তে বিভিন্ন ফেসবুক গ্রুপে স্ট্যাটাস শেয়ার করে বিভিন্ন আইডি থেকে বিশ্ববিদ্যালয় গ্রুপে লোভনীয় টিউশনের অফার দিয়ে আসছে। যারা এই ধরনের ফাঁদে পড়ছে তাদের বেশিরভাগই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিএমসিএইচ এবং চট্টগ্রামের বিভিন্ন বিখ্যাত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শিক্ষার্থীরা নিজেদের খরচ চালানোর জন্য এ ধরনের প্রতারণামূলক টিউশন মিডিয়ার সঙ্গে যোগাযোগ করে। বিশেষ করে অনেক নবাগতরা কিছু বুঝে উঠার আগেই এসব ফাঁদে পড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা ভুক্তভোগী এক ছাত্রের কাছ থেকে অভিযোগ পেয়ে অভিযানে নামি এবং প্রতারণা চক্রের মূল হোতাকে আটক করি।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।