নগর প্রতিবেদক:
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের শুভ জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) করোনাযোদ্ধা চিকিৎসকদের জন্য বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
রবিবার (১২সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির এর নিকট উপহার সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য আবদুল কৈয়ূম চৌধুরী এবং মোঃ নাসির হায়দার বাবুল।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগনেতা আলতাফ হোসেন, নাঈম উদ্দীন আজাদ, ওসমান মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহি, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাসুদ চৌধুরী,বিপুল তালুকদার, গাছবাড়িয়া সরকারী কলেজের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক রিয়াজ, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সদস্য ছোটন নাথ, ছাত্রলীগনেতা মোঃ আরফাত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।