নিজস্ব প্রতিবেদক:
ঘূর্ণিঝড় মোকা এর কারণে মহেশখালী এলএনজি টার্মিনাল বন্ধ হওয়ায় চট্টগ্রামে গ্যাসের সংকট দেখা দেয়ার সুযোগে একদল অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে গ্যাস সিলিন্ডার এর কৃত্রিম সংকট তৈরি করছে। গ্রাহকদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে গতকাল রাতে অভিযানে নামেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
সোমবার (১৫ মে) সকালে আবারো জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
তিনি জানান, অভিযানের সময় লাভ লেনের হাবিব ট্রেডার্সে ১০ হাজার টাকা, এনায়েত বাজার মোড়ে যে এস ট্রেডিং কে ২০ হাজার টাকা এবং আরিফ ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর নগরীর গোলাম রসুল মার্কেটে ইনডাকশন চুলা ও রাইস কুকারের দাম বেশী রাখায় দুটি দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মার্কেট কমিটি সহ সকল দোকানদারদের সতর্ক করা হয়েছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর পক্ষ থেকে বলা হয়েছে গ্যাস সংকট আরও কয়েকদিন বিদ্যমান থাকবে।