নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর বায়োজিদ থানাধীন শ্যামল ছায়া আবাসিক এলাকায় একটি ভবনের দেয়াল ধসে মাল্টি টেক্সটাইল কারখানার এক শ্রমিক গুরুতর আহত হয়েছে।
সোমবার (৯ মে) সকাল ১০ টার সময় এই আহত হওয়ার ঘটনাটি ঘটে। আহত শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শ্যামল ছায়া আবাসিকের ২ নম্বর রোডের মাল্টি টেক্সটাইল কারখানার পাশের দেয়াল ধসে এক শ্রমিক আহত হয়েছে। পাশের ভবন নির্মাণের জন্য আনা বালু দেয়ালটির পাশে স্তূপ করা হয়েছিল। বৃষ্টিতে এসব বালু ভিজে ধসের ঘটনা ঘটেছে। তাকে মেডিকেলে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
ওই কারখানাটির কতৃপক্ষ এহসান উদ্দিন আহমেদ জানান, ঈদের ছুটিতে বাড়িতে রয়েছেন তিনি। সকালে শুনেছেন পাশের দেয়াল ধসে কারখানার এক শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিক এখন বিপদমুক্ত দাবি করেন তিনি।
এদিকে, স্থানীয় কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু জানান, শ্যামল ছায়া আবাসিকের ২ নম্বর রোডের মাল্টি টেক্সটাইল কারখানার পাশের দেয়াল ধসে ওই শ্রমিক আহত হয়েছে। বিপদ জনক আরো অনেক দেয়াল রয়েছে। বৃষ্টি হচ্ছে বলে এসব দেয়াল খেয়াল রাখতে হবে।