নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীতে মানবিক সংগঠন বিদ্যানন্দ আয়োজনে প্রতিবারের মতো এবারের রমজানেও মাস ব্যাপী দুঃস্থ অসহায়, সুবিধাবঞ্চিত ও পথচারীদের জন্য বিনামূল্যে ইফতারের আয়োজন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) নগরীর সিআরবির শিরিষ তলায় বিদ্যা নন্দের এ ইফতার আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়। এ সময় তিনি বিদ্যা নন্দের এমন ভালো কাজের সাথে সিএমপি সব সময় পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
বিদ্যা নন্দের চট্টগ্রাম এ দায়িত্বে থাকা মোবারক হোসেন জানান, শুক্রবার ১২০০জনের জন্য ইফতারের আয়োজন করেছেন তার সংগঠনের পক্ষ থেকে। ৮০০ জনের ইফতার ঘুরে ঘুরে নগরীর বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়েছে এবং ৪০০জনের ইফতার সি আর বি শিরিষ তলায় উপস্থিত রোজাদার পথচারি ও পথ শিশুদের মাঝে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আরো উপস্থিত ছিলেন দক্ষিণের ডিসি মোখলেছুর রহমান, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম, ফ্লিড হাসপাতাল প্রতিষ্ঠাতা ডা: বিদ্যুৎ বড়ুয়া, বিদ্যা নন্দের ৭০ জন স্বেচ্ছাসেবক সহ অন্যান্য অতিথিবৃন্দরা।