বিবেক বিবর্জিত মানুষ সমাজ সংকটের মূলে: এসএসসি বিদায়ী অনুষ্ঠানে চসিক মেয়র

বিবেক বিবর্জিত মানুষ সমাজ সংকটের মূলে আর তাই শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম চৌধুরী।

বুধবার (২৬ এপ্রিল) কৃষ্ণ কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র এ সব কথা বলেন।

মেয়র বলেন, শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। মেয়র এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা।শুধুমাত্র ভাল ফলাফলের পিছনে না ছুটে পারিবারিক অনুশাসন মেনে নৈতিকতার উপর প্রতিষ্ঠানের সুনাম নির্ভর করে। তাই বিদ্যালয়ের সুনাম রক্ষার্থে কঠোর অধ্যাবসায় করতে হবে। প্রতিটি ক্ষেত্রে মানুষ যদি বিবেক দ্বারা পরিচালিত হয়, তাহলে তার পক্ষে অসত্য ও অসুন্দর কোন কাজ করা সম্ভব নয়।

“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে নারী শিক্ষার যে উন্নয়ন ঘটিয়েছেন তা আজ বিশ্ব স্বীকৃত। একটি আদর্শ জাতির নেতৃত্ব দিতে স্কুলের গন্ডি থেকে আজ যারা বিদায় নিয়ে যাচ্ছ তোমাদের প্রস্তুতি নিতে হবে। এগিয়ে যেতে হবে অকুতোভয় সৈনিকের মত। সাফল্যের পথ যতই দুর্গম ও ভঙ্গুর হোক না কেন অবিচল নিষ্ঠা ও কর্মোদ্যম নিয়ে সকল বাধাকে তুচ্ছ করে স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারি হিসেবে তৈরী হতে হবে।”

অনুষ্ঠান শেষে ২০২২সালে শিক্ষক -শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক জাহানুর খানসহ বিদায়ী এস এস সি পরীক্ষার্থী, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী ও অতিথিবৃন্দ।সভাপতির বক্তব্যে শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, লক্ষ্য যদি স্থির থাকে তবে সাফল্য নিশ্চিত। তিনি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথ চলার বিষয়ে এখন থেকে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাওযার আহবান জানান এবং শিক্ষাজীবনে তাদের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর সলিমল্লাহ বাচ্চু, সংরক্ষিত কাউন্সিলর নীলু নাগ, শিক্ষা কর্মকর্তা উজালা রাণী চাকমা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি অনিন্দ্য টিটু, সিনিয়র শিক্ষক রুমা দে, নাছিমা আক্তার, শাহীনূর জাহান। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো.আকতার হোসেন। এসময় উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি হামিদা কাউছার,চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী ও অপর্ণা চরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জারেকা বেগম।