নিজস্ব প্রতিবেদক :
বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর শারীরিক সম্পর্ক স্থাপন ও ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে রিয়াজ জুবায়ের (২৮) নামের এক টেইলার্স কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব -৭
বৃহস্পতিবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
র্যাব জানায়, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে আসামির (টেইলার্স কর্মী) প্রেমের সম্পর্ক হয়। ভুক্তভোগীর অফিস ছুটির পর নানা জায়গায় বেড়াতে নিয়ে যেতো আসামি। দুই মাস আগে আসামি (প্রেমিক) রিয়াজের বর্তমান বাসায় গেলে ভুক্তভোগী ওই নারীকে নগ্ন ছবি তোলার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে প্রেমের সম্পর্ক ছিন্ন করবে বলে রিয়াজ হুমকি দেয়। সম্পর্ক টিকিয়ে রাখতে নীরবতা পালন করলে, সে সময় রিয়াজ তার মোবাইল দিয়ে ভুক্তভোগী ওই নারীর অনেকগুলো নগ্ন ছবি তোলে এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। সে প্রস্তাবে রাজি না হলে, রিয়াজ মোবাইলে থাকা নগ্ন ছবিগুলো ভুক্তভোগী নারীর অফিসের বিভিন্ন কর্মচারীদের দেখায়। এমনকি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন। পরবর্তীতে ২০ হাজার টাকা দিলে ছবি মুছে ফেলার প্রতিশ্রুতি দেয়। ভুক্তভোগী ওই নারী বিকাশের মাধ্যমে রিয়াজকে ২০ হাজার টাকা দেয়। কিন্তু এরপরেও ভুক্তভোগী নারীর নগ্ন ছবি না মুছে জন্মদিন পালনের কথা বলে শহরের একটি হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিয়ে করার প্রলোভন দেখায় এবং দুই বছর ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করতেই থাকে।
র্যাব আরও জানায়, কিছুদিন ধরে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় রিয়াজ। তখন বাধ্য হয়ে রিয়াজের পরিবারের কাছে বিষয়টি খুলে বলে। কিন্তু তাকে কোনো সাহায্য না করে গভীর রাতে অপমান করে ঘর থেকে বের করে দেয় রিয়াজের পরিবার।