নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর টেরি বাজার ও কেসিদে রোড এলাকার পোশাকের ব্রান্ড সপ ও ইফতারি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পোশাক আমদানির স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে না পারা, ক্রয় রশিদ, বিক্রয় রশিদ না রাখা, বিদেশী পণ্যে আমদানি কারকের স্টিকার না থাকা, নিজেদের মতো মূল্য বসিয়ে বিক্রি, বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ইত্যাদি নানাবিধ অনিয়মের অভিযোগে ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
টেরিবাজারের মনে রেখ প্রতিষ্ঠানকে ৮০,০০০( আশি হাজার টাকা) কেসিদে রোড এ অবস্থিত বেক এন্ড ফাস্ট কে = ৩০,০০০( ত্রিশ হাজার টাকা) একই রোডে ডেকচি বাড়ি কে ৭,০০০( সাত হাজার টাকা) হাজারী লেইনের লাকী ফার্মেসী’কে ৫,০০০( পাঁচ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো: আনিসুল রহমান ও রানা দেবনাথ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিএমপি পুলিশের একটি চৌকস টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে এ সময় জানানো হয় উপস্থিত সাংবাদিকদের।