নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরের মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের মাঠে অস্থায়ীভাবে নির্মিত বিকল্প শহীদ মিনার উদ্বোধন করা হবে।
শনিবার (৫ ফেব্রুয়ারি)। ওইদিন সকাল ১১ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী উদ্বোধন করবেন।
সাংস্কৃতিক কমপ্লেক্স প্রকল্পের অধীনে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার নতুনভাবে নির্মাণের জন্য ভাঙায় অস্থায়ীভাবে এই বিকল্প শহীদ মিনার নিমার্ণ করা হয়।
১৯৬২ সালের ২০ ফেব্রুয়ারিতে নগরের কেসি দে রোডের পাহাড়ের পাদদেশে চট্টগ্রামে প্রথম শহীদ মিনার নির্মিত হয়। পরে ১৯৭৪ সালে এটি আরও আধুনিকায়ন করা হয়। বন্দরনগরে কেন্দ্রীয় এই শহীদ মিনারটি ছাড়া আর কোনো স্মৃতিসৌধ না থাকায় এত বছর ধরে একুশে ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরসহ জাতীয় দিবসগুলোতে এই শহীদ মিনারেই সকল ধরনের কর্মসূচি পালন করে এসেছে চট্টগ্রামবাসী।
তবে সাংস্কৃতিক কমপ্লেক্স প্রকল্পের আওতায় গত নভেম্বরে কেন্দ্রীয় শহীদ মিনার পুরোটাই ভেঙে ফেলায় এবারের একুশের প্রভাত ফেরি হবে অন্যরকম। নগরের মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে বিকল্প শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। দীর্ঘ ৬০ বছর পর এই প্রথম চট্টগ্রামবাসী একুশের প্রভাত ফেরিতে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন বিকল্প এই শহীদ মিনারে।