নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের রাজাখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় তিন সেমাই বানানোর ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১১টায় নগরের রাজাখালী এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেব নাথ।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, স্বাস্থ্যবিধির নিয়ম নীতির তোয়াক্কা না করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছিল রাজাখালীর মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরি, রফিক ফুড প্রোডাক্টস ও সূর্য সেমাই ফ্যাক্টরি। এজন্য এমরান সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজার, রফিক ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা ও সূর্য সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে।