রেলস্টেশনের ‘স্ন্যাক্স অ্যান্ড টি স্টল’ বিক্রি করছিল বাসি খাবার: যাত্রীর অভিযোগে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ‘স্ন্যাক্স অ্যান্ড টি স্টল’নামে একটি খাবারের দোকানে পঁচা ও বাসি খাবার বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেছে রেলওয়ে বাণিজ্যিক বিভাগ।

এবার পঁচা বাসি খাবার বিক্রি করে পার পেলো না চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ‘স্ন্যাক্স অ্যান্ড টি স্টল’ নামের ওই খাবারের দোকান।

সোমবার (৯ মে) এক যাত্রীর ফোন পেয়ে সেখানে ছুটে যান রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ইতি ধর বলে জানিয়েছেন তিনি।

হাতেনাতে প্রমাণ পেয়ে তাৎক্ষণিক দোকানটিতে দেওয়া হয়েছে তালাও। সেই সঙ্গে গুনতে হলো ৫ হাজার টাকা জরিমানা। পরে মুচলেকা দিয়ে মুক্তি মিলেছে, খুলতে দেয়া হয়েছে পুনরায় দোকান।

রেলওয়ে বাণিজ্যিক বিভাগের কর্মকর্তারা জানান, দুপুরের দিকে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ইতি ধরের কাছে এক যাত্রী অভিযোগ করেন, চট্টগ্রাম রেলস্টেশনে ওই টি স্টলে বিক্রি হচ্ছে পঁচা বাসি খাবার, ভেতরের পরিবেশও অস্বাস্থ্যকর। খবর পাওয়ার সাথে সাথে চট্টগ্রাম রেলস্টেশনে ছুটে যান ডিসিও।

সেখানে গিয়ে দেখা যায়, চরম অব্যবস্থাপনায় যাত্রীদের কাছে খাবার পরিবেশন করা হচ্ছে। এ সময় তাৎক্ষণিক দোকানটি বন্ধের নির্দেশ দেন তিনি। পরে মুচলেকায় দোকানটি খোলার অনুমতি দেওয়া হয়।

পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর জানান, এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের একটি দোকানে অভিযান পরিচালনা করেছি। অভিযানে ওই যাত্রীর অভিযোগের সত্যতা পেয়েছি।