কর্ণফুলী প্রতিনিধি :
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চট্টগ্রাম কর্ণফুলী থানা এলাকায় কিশোর গ্যাং লিডার সোহেল প্রকাশ ধন্নাসহ ছয় কিশোর গ্যাং সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক
বুধবার (২৫ আগস্ট) রাতে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কর্ণফুলী এলাকায় দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে মহাসড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করলে দুর্বৃত্তরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. সোহেল প্রকাশ ধন্না (২৩), সরোয়ার হোসেন (১৯), মো. মোজাম্মেল হোসেন (২১), মো. মামুন করিম (২১), শহীদুল ইসলাম সাকিব (১৮) ও মো. রিয়াদকে (১৮) আটক করা হয়।
তিনি আরও জানান, কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী ও পটিয়া থানা এলাকায় যানবাহনে ডাকাতি করে আসছেন।
এ সময় আটকদের শরীর তল্লাশি করে তাদের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি, তিন রাউন্ড কার্তুজ, চারটি ছুড়ি উদ্ধার করা হয়।
আটক সোহেল, সারোয়ার, মামুন ও সাকিবের বিরুদ্ধে পটিয়া থানায় ডাকাতি মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।