শ্রীশ্রী গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমে লুটপাট, অপহরণ ও হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

সচ্ছিদানন্দ তীর্থ কর্তৃক প্রাপ্ত রঘুনাথ সরকারের প্রচেষ্ঠায় পুনঃস্থাপিত আকবর শাহ্ লেক সিটি আবাসিক এলাকার পাশের পাহাড়ে অবস্থিত শ্রীশ্রী পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০মে) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক প্রদীপ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও দেবত্তোর সম্পতি হননকারী ভূমিদুস্যসহ একাধিক মামলার আসামী শচীন্দ্র লাল দে, আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য কিশোর পাল ওরফে বোমা কিশোর গ্যাং এবং আকবরশাহস্ত বিজয় নগর সোসাইটির নেতা মাহবুল হক গ্যাং সহ প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, তাদের নির্দেশে গত ৩ এপ্রিল, আশ্রমে অবস্থিত মন্দিরের দান বাক্স ভেঙ্গে লুটপাট সংগঠিত হয়। এছাড়াও গত ৭ এপ্রিল, আশ্রমের প্রতিষ্ঠাতা রঘুনাথ সরকারকে অপহরণ ও মারধর করে জোরপূর্বক ষ্ট্যাম্প নেয় সন্ত্রাসীরা।

এছাড়াও বক্তারা বলেন, গত ১৪ এপ্রিল ২০২৩ এ সংগঠনের সহ-আইন বিষয়ক সম্পাদক শান্তু দাশের উপর রক্তাক্ত জখম সহ হামলা ও আশ্রমের বসবাসরত গুরুকূলবাসীদের হুমকি দেওয়া সহ চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেয় এ সকল সন্ত্রাসী বাহিনী। কিন্তু ‘আকবরশাহ থানা’ এ সন্ত্রাসী বাহিনীর হামলার বিষয়ে অবগত থাকা সত্ত্বেও কোন ধরনের আইনি ব্যবস্থা নিচ্ছে না। মানববন্ধনে অবিলম্বে জড়িতদের গ্রেফতার সহ আশ্রমে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন সমাবেত বক্তারা ।

এসময় এ মানববন্ধনে উপস্থিত ছিলেন পুরোহিত দীপক ভট্টাচার্য্য, গোকুল সাধু, অশোক ভট্টাচার্য্য, রঞ্জিত মল্লিক, অমিত মল্লিক, কল্লোল চৌধুরী, রূপম ভট্টাচার্য্য, রূপন দেব নাথ, দীপ্তি মজুমদার, মিতা দাশ, বাবুল চৌধুরী, নয়ন সরকার, শান্তু দাশ, পিন্টু কুড়ি মনা, রণ মল্লিক, রকি ভট্টাচার্য্য, সাধন সেন সহ আরও অনেকেই সনাতনী ভক্ত বৃন্দরা।