নগর প্রতিবেদক:
এশিয়ান উইম্যান ইউনিভার্সিটির শিক্ষার্থী ও সংগীতশিল্পী ফজিলাতুন নেসা চৌধুরীর লোকগানের এলবাম ‘প্রশান্তি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর নাসিরাবাদের সুফি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত থেকে এর উম্মোচন করেন।
আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের সেক্রেটারি ও সাংবাদিক নাসির উদ্দিন হায়দার সুফি মিজান ফাউন্ডেশনের সেক্রেটারি খোরশেদ আলম চৌধুরী।
এ সময় সুফি মিজান বলেন, ‘ফজিলাতুন নেসা একজন বহুমুখী প্রতিভা। সে ছোটবেলা থেকেই সংগীত সাধনায় নিমগ্ন। সে আবৃত্তি, গান, ছবি আঁকা ও কোরান তেলাওয়াতে অসাধারণ সাফল্য দেখিয়েছে। কোরান তেলাওয়াতে ইতিমধ্যে জাতীয় পুরস্কার পেয়েছে ফজিলাতুন নেসা।
’তিনি আরও বলেন, ‘বর্তমানে লোকসংগীতচর্চা কমে গেছে। তরুণ প্রজন্মকে বিরামহীন সাধনার মাধ্যমে লোকসংগীতের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।’এলবামে লালন সাইঁয়ের ছয়টি গান করেছেন ফজিলাতুন নেসা চৌধুরী। এছাড়া, চাটগাঁইয়া গানের লিজেন্ড আবদুল গফুর হালীর গানও করেছেন তিনি। এই এ্যালবাম প্রকাশে পৃষ্ঠপোষকতা দিয়েছে সুফি মিজান ফাউন্ডেশন।