সাংবাদিকদের কণ্ঠরোধের প্রয়াস চালানো হচ্ছে : সাংবাদিক ক্লাবে’র ঈদ পূণর্মিলনীতে বক্তারা

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান ইপিজেড প্রধান ফটক সম্মুখে অবস্থিত সাবেক ঢাকা হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

১৬ই মে সোমবার বিকেলে চট্টগ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘বাংলাদেশ সাংবাদিক ক্লাব’।

উক্ত সংগঠনের চেয়ারম্যান ও দৈনিক সোনালী খবর পত্রিকার সিনিয়র প্রতিবেদক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সংগঠনের মহা সচিব এবং দৈনিক নব অভিযান পত্রিকার চট্টগ্রামের ব্যুরো প্রধান মোঃ হাসান বিশ্বাস সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক অন্য দিগন্ত পত্রিকার সিনিয়র প্রতিবেদক সোহাগ আরেফিন।

সভায় প্রধান অতিথি বলেন – কালো আইনের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধ করবার প্রয়াস চালানো হচ্ছে,, সাংবাদিকদের কলমকে শিকল বাঁধার কালো আইনের সংশোধন চাই আমরা।

বিশেষ অতিথির ছিলেন সংগঠনের উপদেষ্টা, বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও দৈনিক নবচেতনা পত্রিকার সিনিয়র প্রতিবেদক আমিনুল হক শাহিন, সংগঠনের উপদেষ্টা ও চিটাগং ডেইলী ডট কমের সিনিয়র প্রতিবেদক বাবুল হোসেন বাবলা, চিটাগং মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক অধ্যক্ষ এম নজরুল ইসলাম খান ও সংগঠনের অর্থ সচিব ও দৈনিক অন্য দিগন্ত পত্রিকার প্রতিবেদক মোঃ হায়দার আলী।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ সাংবাদিক ক্লাব ইতি মধ্যে সাংগঠনিক অবকাঠামো মেনে মূলধারার গণমাধ্যমকর্মী সমন্বয়ে দেশের বিভিন্ন আচার অনুষ্ঠান যথা সময়ে ইপস্থাপন করে বেশ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আলী, আওয়ামী মটর চালক লীগের নোয়াখালী জেলা সভাপতি মোঃ জাকির হোসেন, দৈনিক নব অভিযান পত্রিকার প্রতিবেদক আজাদ মামুন, মোঃ এমরান হোসেন, টিটু ঘোষ, লরেন্স বিশ্বাস , রেজাউল করিম, আল-আমিন সহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।