সিএমপি নিয়ন্ত্রণ কক্ষ চালু করলো ঘূর্ণিঝড় “মোখা’ মোকাবেলায়

প্রেস বিজ্ঞপ্তি:

ঘূর্ণিঝড় “মোখা’ মোকাবেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়াস্থ সদরদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।

শনিবার (১৩ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় এর নির্দেশে এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে বলে সিএমপি গণমাধ্যম শাখা থেকে নিশ্চিত করা হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর গুলো হলো:

মোঃ জাহাঙ্গীর (এডিসি ক্রাইম) সিএমপি, চট্টগ্রাম।মোবাইল নম্বরঃ ০১৩২০০৫২১২০

নিয়ন্ত্রণ কক্ষঃ ০১৬৭৬১২৩৪৫৬, ০১৩২০০৫৭৯৮৮, ৬৩০৩৫২, ৬৩০৩৭৫, ৬৩৯০২২ ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড় কালীন এবং পরবর্তীতে যেকোনো ধরনের সেবা গ্রহণের উদ্দেশ্যে বা তথ্য জানার জন্য এই নিয়ন্ত্রণ কক্ষে নগরবাসীকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আরো বলা হয়, এডিসি (ক্রাইম) মোঃ জাহাঙ্গীরের নেতৃত্বে ২৪ ঘন্টা নিয়ন্ত্রণ কক্ষ ঘূর্ণিঝড় সংক্রান্ত নগরবাসীর ফোন রিসিভ করবে এবং সেই অনুযায়ী তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটকে দুর্যোগ মোকাবেলার জন্য সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এ প্রসঙ্গে সিএমপি কমিশনার কৃঞ্চ পদ রায় বলেন, “মোখা” সংক্রান্ত দুর্যোগকালীন যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭০০০ অফিসার-ফোর্স প্রস্তুত আছে।

তিনি বলেন, ইতোমধ্যে পতেঙ্গা সি বিচ, পারকি বিচ, মেরিন ড্রাইভ রোডসহ বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকায় মাইকিং করা এবং বিশেষ টিম মোতায়েন করা হয়েছে। এবং একইসাথে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।