নিজস্ব প্রতিবেদক:
১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের দূর্লভ ছবি নিয়ে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক দেবপ্রসাদ দাস দেবুর দুই দিন ব্যাপী আলোক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ চিত্রপ্রদর্শনী উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীরমুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাধারন সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদসহ বিশিষ্টজনেরা।
এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন।
উদ্বোধনী অনুষ্ঠানে চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী তার বক্তব্যে বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিল এক দু:সহ স্মৃতি আমাদের কাছে। সে স্মৃতি এখনও কাঁদায় স্বজনহারা মানুষগুলোকে। যারা এই প্রলয়কারী ঘূর্ণিঝড় দেখেছি এখনো সেই ঝড়ের স্মৃতি বয়ে বেড়াচ্ছি। সাংবাদিক দেবপ্রসাদ দাস দেবুর তোলা ছবিগুলিতে সেদিনের ভয়াবহতা উঠে আসে। এমন ক্ষয়ক্ষতির ঘটনা আর না ঘটার জন্য বর্তমান সরকার নানা প্রদক্ষেপ গ্রহণ করেছে। অরক্ষিত উপকূলে নেয়া হয়েছে প্রয়োজনীয় উদ্যোগ। গড়ে তোলা হয়েছে বেড়িবাঁধ ও আশ্রয়কেন্দ্র। নির্মাণ করা হয়েছে আউটার লিংক রোড। এছাড়া আরও নানা পদক্ষেপের কারণে আগামীতে এমন দু:সহদিন আর ফিরে আসার আশঙ্কা নেই। তারপরও মানুষের সচেতনতার প্রয়োজন রয়েছে।
বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক দেবপ্রসাদ দাস দেবুর দুইদিনব্যাপী এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ৫২টি দূর্লভ ছবি। যেসব ছবি সে সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তোলা। শনিবার শুরু হওয়া এ চিত্রপ্রদর্শনী ৩০ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস লন্ডভন্ড করে দিয়েছিল দেশের উপকূলীয় জনপদ। এদিন প্রায় আড়াইশ’ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের আঘাত এবং ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস তছনছ করে দিয়েছিল উপকূলীয় জনপদ। সেদিনের ঘটনায় দেশের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলের প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ নিহত হয়। ১ কোটি মানুষ তাদের সর্বস্ব হারিয়ে ছিল। উপকূলীয় এলাকার মানুষ এখনো সেই দূর্বিসহ স্মৃতি মনে করে আঁতকে উঠেন।