নগর প্রতিবেদক :
নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড উপ-নির্বাচনকে ঘীরে এ কাউন্সিলর পদের নির্বাচনকে সফল ও সুষ্ঠ করার লক্ষ্যে মাঠে নামছে চসিকের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) এ ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচন কালীন সময়ে এ দায়িত্ব পালন করবেন। আজ ৬ অক্টোবর, বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ সুমনী আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা হলেন- ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মেহেবুব, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন।
এর আগে
চকবাজার ওয়ার্ডের উপ নির্বাচনে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ৮৬ বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে। চকবাজার ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন।
এরই মধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ মার্চ চকবাজার ওয়ার্ডে জনপ্রিয় কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু আকস্মিক মৃত্যুবরণ করেন। এরপর ৭ অক্টোবর এই ওয়ার্ডে উপ-নির্বাচনের দিন নির্ধারণ করেন নির্বাচন কমিশন।