নগর প্রতিবেদক:
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে শূন্য হওয়া ওয়ার্ডে আগামী ৭ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইভিএমের মাধ্যমে এই ওয়ার্ডে ভোট গ্রহণ হবে। ইতোমধ্যে জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। ইসির উপ-সচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এসব তথ্য জানানো হয়। এখন রিটার্নিং অফিসার মনোনয়ন পত্র জমা, যাচাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের বিষয়টি ঘোষণা করবেন।
গত বছরের ১৮ মার্চ মারা যাওয়া রেকর্ড ৭ বার ওই ওয়ার্ড থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর চেয়ারে বসতে মাঠে নেমেছেন গতবার বিএনপির প্রার্থী একে এম সালাউদ্দীন কাউসার লাভুসহ আওয়ামী লীগের একাধিক প্রার্থী।
এবার নির্বাচনী দৌঁড়ে আছেন চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, নগর আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী এনামুল হক দানুর সন্তান নগর যুবলীগের আহ্ববায়ক কমিটির সদস্য কাজী রাজেশ ইমরান, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি আবদুর রহমানের সন্তান আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম নগর শাখার যুগ্ম আহ্বায়ক সেলিম রহমান, কথিত যুবলীগ নেতা কারাবন্দি নুর মোস্তাফা টিনু, চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ ও গতবারের বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন ফরহাদ।
বিএনপি প্রার্থীর বক্তব্য দল থেকে বললে নির্বাচন করবেন না হয় করবেন না। অন্যদিকে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় এই ওয়ার্ডে উন্মুক্ত নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি বলে জানা গেছে।