চট্টলা ডেস্কঃ আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: রেজাউল করিম চৌধুরীর সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, হাটহাজারী উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে রোড শো ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে অনুষ্ঠিত রোড শোটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে। রোড শো শেষে নগরীর বহদ্দারহাট কাঁচা বাজারের সামনে এবং ২নং গেইট জয় বাংলা চত্তরে দুটি পথসভার আয়োজন করে।
উক্ত পথসভায় বক্তারা বলেন, ২৭ জানুয়ারী নৌকা প্রার্থীকে ভোট দিয়ে চট্টগ্রাম নগরীর উন্নয়নের সুযোগ করে দিবেন।
হাটহাজারী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের সন্চালনায় পথ সভা দু’টিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো: সাহেদ সরওয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: সুমন মামুন, হাটহাজারী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আনোয়ার হোসেন, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো: হানিফসহ আরো অনেকে।