চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এইচডিইউ বেড পরিদর্শন করলেন স্বাস্থ্য পরিচালক

নগর প্রতিবেদক :

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি বিশেষায়িত হাসপাতালে পরিণত হয়েছে।

এতদিন এ হাসপাতালে ১৬টি আইসিইউ, ২টি হাই ডিপেনডেন্সি ইউনিটের (এইচডিইউ) ও ১৭৪টি আইসোলেশন বেডে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হলেও গত ২৯ আগস্ট ফিল্ড হাসপাতালের উদ্যোগে ও বিএসআরএম’র আর্থিক সহায়তায় নতুনভাবে যুক্ত হয়েছে আরও ৮টি এইচডিইউ বেড। এ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ট্যাংক স্থাপনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদির সুযোগ-সুবিধা রয়েছে। ফলে জেনারেল হাসপাতালে সেবার মান আরও এক ধাপ এগিয়ে গেল।

নতুন সংযোজিত ৮টি এইচডিইউ বেড পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।

পরিদর্শনকালে হাসপাতালটিতে এইচডিইউ ইউনিট স্থাপনে যে সকল ব্যাক্তি/প্রতিষ্ঠান সহযোগিতা প্রদান করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ও জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা.আব্দুর রব, কনসালট্যান্ট ডা. অজয় দাশ আইসিইউ ইউনিটের কনসালট্যান্ট ডা. রাজদ্বীপ বিশ্বাস, কনসালট্যান্ট ডা.মৌমিতা দাশ, আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজীমূল ইসলাম প্রমূখ। জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


স্বাস্থ্য পরিচালক বলেন, চট্টগ্রামের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন। তাই প্রধানমন্ত্রী বিশেষভাবে চট্টগ্রামে টিকার পরিমাণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। অবকাঠামোই শুধু হাসপাতাল নয়, মূল বিষয় হচ্ছে চিকিৎসাসেবা। সরকার হাসপাতালের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা করোনা মোকাবিলা করতে সক্ষম হচ্ছি