হেলথ অ্যান্ড মেডিক্যাল এক্সপোতে দেয়া হবে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সম্মাননা

(১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাবেন এই সম্মাননা)

নিজস্ব প্রতিবেদক:

হেলথ অ্যান্ড মেডিক্যাল এক্সপোর তৃতীয় দিন বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন এক্সপোর আয়োজক কর্তৃপক্ষ।

শনিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় সমাপনী আয়োজনে ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে সম্মাননা। আয়োজক প্রতিষ্ঠান মাস্কস ম্যানেজমেন্টের প্রধান উপদেষ্টা, আমরা করবো জয়-এর ব্যবস্থাপনা পরিচালক লেখক-সাংবাদিক শওকত বাঙালি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং নিউক্লিয়াস ও স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং যুদ্ধকালীন মুজিব বাহিনী প্রধান, বিশিষ্ট শিক্ষানুরাগী, রাউজানে সমবায় আন্দোলনের অন্যতম পুরোধা বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক চেয়ারম্যান স্মরণে এ বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হবে ওই সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।

সম্মাননার জন্য মনোনীতরা হলেন- চট্টগ্রাম চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. রবিউল হোসেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ক্যান্সার ওয়ার্ডের অন্যতম পৃষ্ঠপোষক বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মো. মিজানুর রহমান ও অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া, ৫০ বছরের সফল প্রতিষ্ঠান সন্ধানী, নিজের বেতনের টাকায় গরিবের ওষুধ সামগ্রী বিতরণকারী মোহাম্মদ নেছার, সেবা ফাউন্ডেশনের অধিকর্তা মানবিক পুলিশ শওকত হোসাইন, বেওয়ারিশ মানুষদের প্রতিনিয়ত সেবাদানকারী মঞ্জুর হোসেন, করোনাকালীন ও সর্বশেষ বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতদের সহায়তায় এগিয়ে আসা গাউছিয়া কমিটি বাংলাদেশ এবং করোনাকালীন সম্মুখসারির সংগঠন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।

এর আগে শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম ডায়াবেটিস হসপিটালের পরিচালনায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ বিষয়ক পরামর্শ, সকাল ১১টায় খ্যাতিমান লেখক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবু সাঈদ শীমুল-এর পরিচালনায় শিশুরোগ ও প্রতিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

আয়োজকরা আরো জানান, ৭০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে ‘সুস্বাস্থ্যের জন্যে চাই সচেতনতা’ বার্তা নিয়ে স্বনামধন্য ও বিশেষজ্ঞ ডাক্তারগণের সমন্বয়ে স্বাস্থ্যবিষয়ক সেমিনার ও বিনামূল্যে পরামর্শসহ ৩ দিনব্যাপী এক্সপোতে রয়েছে ফ্রি ডায়াবেটিস চেকআপ, ফ্রি রক্ত গ্রুপ নির্ণয়, ফ্রি চক্ষু পরীক্ষা, ফ্রি স্বাস্থ্য পরামর্শ ও ডাক্তারদের উপস্থিতিতে বিষয়ভিত্তিক সেমিনার। শনিবার রাত ৮টা পর্যন্তে মেলা চলবে হেলথ অ্যান্ড মেডিক্যাল এক্সপো, ২০২২।

শুক্রবার হেলথ অ্যান্ড মেডিক্যাল এক্সপোর দ্বিতীয় দিনে ‘শিশুর বিকাশ ও প্রতিবন্ধিতার কারণ বিষয়ক’ সেমিনার শেষে প্রখ্যাত শিশুরোগ ও অটিজম বিশেষজ্ঞ ডা. বাসনা মুহুরী এবং পুষ্টি ও ওজন কমানো বিষয়ক সেমিনার শেষে পুষ্টিবিদ হাসিনা আকতার লিপির হাতে ক্রেস্ট তুলে দেন সাংবাদিক শওকত বাঙালিসহ উপস্থিত অতিথিরা।

এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান আবুল মনসুরের সঞ্চালনায় ওই বিষয় ভিত্তিক সেমিনার দুইটিতে বিশেষ অতিথি ছিলেন সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সহ-সম্পাদক কাঞ্চন মহাজন, তরুণ শিল্পোদ্যাক্তা ও শিক্ষাবিদ মো. সাজ্জাদ উদ্দিন, উডইঞ্জিনিয়ার শওকত জামান, জাহেদ নেওয়াজ জহির, ওয়াহিদুল ইসলাম সহ আরো অনেকে।