নগর প্রতিবেদক :
নগরীর পতেঙ্গা মাইজ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা, গণফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ ও প্রখ্যাত শ্রমিক নেতা এডভোকেট জানে আলমের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বাদে জোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মাইজ পাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
জানাজা শেষে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের নেতৃত্বে পতেঙ্গা থানা পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট জানে আলমকে গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন পতেঙ্গা থানা পুলিশ।
এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদসহ সংসদেও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
জানাযায় অন্যান্যের মধ্যে অংশ নেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, পতেঙ্গা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাগির হোসেন, ডবলমুরিং থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ, বন্দর থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম জতু, ইপিজেড থানার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, আকবর শাহ থানার ডেপুটি কমান্ডর বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর উদ্দিন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, সদস্য জামশেদুল আলম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, চসিক’র ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, ইস্টার্ন রিফাইনারী সিবিএ’র সভাপতি মোঃ ইয়াকুব, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মারুফ, মেঘনা পেট্টোলিয়াম সিবিএ’র সভাপতি সাদেকুর রহমান, সাবেক ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর মোস্তফা, পদ্মা পেট্টোলিয়াম শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিবিএ সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আইয়ুব, যমুনা পেট্টোলিয়াম সিবিএ’র সভাপতি মোঃ এয়াকুব, বীর মুক্তিযোদ্ধা ফসিউল আলম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম টেন্ডল, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মবিন, বীর মুক্তিযোদ্ধা আবদুন নুর, বীর মুক্তিযোদ্ধা আবদুস সবুর, বীর মুক্তিযোদ্ধা শাহ জালালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে ২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত পৌণে ১০টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।