চট্টলা ডেস্ক :
চীন থেকে কেনা সিনোফার্মের ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ ঢাকায় পৌঁছেছে।
৩১ আগষ্ট ভোররাতে আড়াইটার দিকে বাংলাদেশ বিমান ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
পরে বিমানবন্দর থেকে ফ্রিজার ভ্যানে করে টিকা বেক্সিমকোর সংরক্ষণাগারে নিয়ে যাওয়া হয়।
এমএমসির লাইন ডিরেক্টর ডা. সামসুল হক জানিয়েছেন, বেক্সিমকোর সংরক্ষণাগারে বিশেষ ব্যবস্থায় টিকা রাখা হয়েছে বলে ।
এর আগে চীনের সিনোফার্ম থেকে সাড়ে সাত কোটি ডোজ টিকা কেনার চুক্তি করে বাংলাদেশ। এর মধ্যে দেড় কোটি ডোজ টিকার দামও পরিশোধ করে বাংলাদেশ।
গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু করে সরকার।
দেশে বর্তমানে বিভিন্ন দেশ এবং সংস্থা থেকে পাওয়া এবং কেনা সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা করোনা প্রতিরোধে দেয়া হচ্ছে।