১৯ মে বৃহস্পতিবার চলচ্চিত্র ‘হুইল চেয়ার’ প্রিমিয়ার শো শিল্পকলা একাডেমিতে

বিনোদন ডেস্ক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের শিক্ষার্থী অনির্বান করিম নির্মিত চলচ্চিত্র ‘হুইল চেয়ার’। সামাজিক ঘরানার এ চলচ্চিত্রে ফুটে উঠেছে প্রান্তিক মানুষের জীবনযাত্রার গল্প।

বৃহস্পতিবার (১৯ মে) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দেখা যাবে চলচ্চিত্রটির প্রিমিয়ার প্রদর্শনী। ‘হুইল চেয়ার’ সিনেমায় অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. শেখ সাদি, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মামুন আহমেদ এবং জুলিয়েট রেজিনা কুইয়া।

এছাড়াও অভিনয় করেন সাবিরা সুলতানা বীনা, সুজিত চক্রবর্তী, তৌহিদ হাসান ইকবাল, আশীষ নন্দী, বাপ্পি হায়দার, অমিত চক্রবর্তী, মফিজুর রহমান, মোশাররফ ভূঁইয়া পলাশ, ফাল্গুনী দাশ, রনি খান, ফরহাদ, প্রান্ত শর্মা, মামুন রাহী, রাসেল, সৌরভ পাল, রাব্বী, মান্নান হিমেল, ঐশী, মোহাম্মদ আলী, হারুন, ইকবাল মালেক ও রাকিব।

নির্মাতা অনির্বান করিম ‘হুইল চেয়ার’ চলচিত্র সম্পর্কে বলেন, এ চলচ্চিত্রে সমাজের প্রান্তিক, নিম্নবিত্ত মানুষের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। যা মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করবে। সামাজিক ঘরানার এ চলচ্চিত্রে ফুটে উঠেছে প্রান্তিক মানুষের জীবনযাত্রা।

তিনি আরও বলেন, এ গল্পে প্রেম, পারিবারিক টানাপোড়েন, আর্থিক অসামঞ্জস্যতা এবং জীবন সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন অজয় দেব অনিক, প্রধান সহযোগী পরিচালক মুরাদ হাসান, আলোকসজ্জায় ছিলেন ইফতেখার উদ্দিন রুবেল, পোশাক পরিকল্পনায় পিংকি, রূপসজ্জায় বীণা চৌধুরী এবং প্রযোজনা করেছেন কাজী মাজহারুল হক।