আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারার ইছামতী এলাকা থেকে আবদুল্লাহ আল মাসুম (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২ অক্টোবর) সকালে উপজেলা সদরে নিহতের স্বজন ও স্থানীয়রা বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন।
কারণ, পরিবারের অভিযোগ, মাসুমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে
শনিবার রাত ২টার দিকে উপজেলা সদরের ইছামতী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাসুম পরৈকোড়া কৈখাইন গ্রামের মোঃ ইউছুফের ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী প্রদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
নিহতের পিতা মোঃ ইউছুফ বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর থেকে চাতরী পূর্ব সিংহরা গ্রামের সাবেক ইউপি সদস্য সাগর দত্তের ছেলে দীপু দত্তের সাথে মাসুম সদরের একটি দোকানে রশি কিনতে আসেন। পরে তারা মোটরসাইকেল করে ইছামতি এলাকার দিকে যান। রাত ২টার দিকে ইছামতি এলাকায় পুলিশ গিয়ে মাসুমের লাশ উদ্ধার করে। আমার ছেলের গলায় এবং কোমরে আঘাতের চিহ্ন রয়েছে।মাসুমের বড় ভাই আবদুল্লাহ আল মামুন বলেন আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে হত্যাকান্ডের বিচার চাই।
তিনি আরও বলেন, আমি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।