কক্সবাজার প্রতিনিধি:
রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন সদস্যরা।
শনিবার (২ অক্টোবর) সকালে ১৪ এপিবিএন’র পুলিশ সুপার নাঈমুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার মধ্য রাতে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটক জিয়াউর রহমান ও আব্দুস সালামকে রাতেই উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে এপিবিএন’র সদস্যরা মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিমকে আটক করেছিল এপিবিএন সদস্যরা। এনিয়ে মুহিব্বুল্লাহ হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৩ জন সন্দেহভাজন রোহিঙ্গা গ্রেফতার হলো।