কক্সবাজারে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা সহ গ্রেফতার ৫

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার একটি ট্রলার থেকে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদককারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব- ১৫)।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রশিদ উল্লাহ (৪২), আমানত করিম (৩৮), নাসির উদ্দিন (৩৬), মো. সাইফুল ইসলাম (২০) ও মো.ছৈয়দুর রহমান।

র‌্যাব জানায়, গতকাল দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার-মহেশখালী চ্যানেল দিয়ে একটি মাছ ধরার ট্রলারের সাহায্যে ইয়াবার একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার থেকে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাবের একটি টিম।

এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত টলারটি জব্দ করা হয়।

আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, স্থলপথ অনিরাপদ থাকায় তারা সমুদ্রপথে ইয়াবার চালানটি কক্সবাজার থেকে দেশের অন্যত্র পাচার করছিল। দীর্ঘদিন তারা এ ব্যবসার সাথে জড়িত।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।