গরু চুরি করে পালানোর সময় তিন গরু চোরকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা

আনোয়ারা প্রতিনিধি :

গরু চুরি করে পালানোর সময় তিন গরু চোরকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (১ অক্টোবর) উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া বারশত ইউনিয়নের উত্তর বোয়ালিয়া রশিদের পরিত্যাক্ত দোকান সামনে এই গণধোলাইয়ের ঘটনা ঘটে।

তারা চট্টগ্রামের বোয়ালখালী ও কর্ণফুলী এলাকা থেকে গরু চুরি করতে এসেছিল আনোয়ারায় বলে জানা গেছে। কিন্তু শেষ পর্যন্ত ধরা খেয়ে জনতার হাতে গণধোলাইয়ে শিকার হন তারা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটক তিনজন হলেন−কর্ণফুলী উপজেলার আক্কাস উদ্দিন (৩৮), কালুরঘাটের দিদার (২৪) ও বোলায়খালীর মাহমুদ আলী (২৪)।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দুপুরে রায়পুর চুন্নাপাড়ার মো. আবদুল খালেকের গোয়ালঘর থেকে তিনজন চোর একটি গরু চুরি করে সিএনজি অটোরিকশায় তুলে পালানোর সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এ সময় তারা খালে ঝাঁপ দিলে জনতা তাদের ধরে এনে গণধোলাই দেয়। পরে গ্রাম পুলিশের মাধ্যমে আনোয়ারা থানায় তুলে দেয় চোর চক্রের সদস্যদের।