চান্দগাঁওয়ে পুলিশের অভিযানে ১ নারী সহ ৪ জন চোরাই চক্রের সদস্য আটক

২৮টি চোরাই মোবাইল ও ৪টি ল্যাপটপ উদ্ধার

চট্টগ্রাম প্রতিবেদক :

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ২৮ চোরাই মোবাইল ৪ ল্যাপটপসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৪ এপ্রিল) চান্দগাঁও থানার বহদ্দারহাট সিটি কর্পোরেশন মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— ফেনী সোনাগাজীর লক্ষ্মীপুর ছোট মিয়ার বাড়ির মো. সোলায়মানের ছেলে মো. মজিবুর রহমান, নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ হাতিয়ার মো. মনির হোসেনের স্ত্রী তাসলিমা বেগম, রবিশাল কাউনিয়া থানার চরবাড়ীয়া ভেদী বাড়ি (হাওলাদার বাড়ি) এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে মো. ইমরান ও মো. রিপন।বর্তমানে তারা নগরের বাকলিয়া ময়দার মিল মোড়ের মাতু কলোনি, বলিরহাট পুলিশ ফাঁড়ির জসিম সওদাগর বিল্ডিং ও আকবর শাহ হাউজিংয়ের পান্তনগর হাকিমের বিল্ডিং এলাকায় থাকেন।

চান্দগাঁও থানার এসআই মো. আব্দুল মোনাফ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট সিটি কর্পোরেশন মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ও ল্যাপটপ সহ তাদের আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।