টার্গেট নির্মাণাধীন ভবন: মালামাল সহ পৃথকভাবে তিন নারী চোর চক্র আটক

নগর প্রতিবেদক :

নগরীর পৃথকস্থানে অভিযান চালিয়ে চোর চক্রের তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

২২ সেপ্টেম্বর, বুধবার তারা গ্রেফতার হলেও ২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত গণমাধ্যমে জানান বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো কামুরজ্জামান।

তিনি বলেছেন, নির্মাণাধীন ভবনের মালামাল চুরি করাই তাদের সবসময়কার পেশা। নির্মাণ সামগ্রী চুরির ঘটনায় ভবন মালিকের ভাই মো. রহমত আলী থানায় অভিযাগ দায়েরের প্রেক্ষিতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে অভিযান চালিয়ে নগরীর পৃথক এলাকা থেকে তিন নারীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত ১৮টি সার্কিট বেকার, ১ কয়েল তার, ১০টি সার্কিট, ৩০ পিস সাদা কসটেপ, ৯ পিস প্লাস্টিকের ইউপিভিসি, ১৭ পিস রেডিওয়াটার ইউপিভিসি, ৬৭টি বড় এলবো ইউপিভিসি, ২টি সার্কিট ইউপিভিসি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শামছুনাহার বেগম (৪০), হোসনে আরা বেগম (৩৮), রোকসানা প্রকাশ আফসানা বেগম (৪০)।

ওসি মো কামুরজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।