নগর প্রতিবেদক :
পাঁচলাইশ থানার দুই নাম্বার গেইট এলাকার বিপ্লব উদ্যান থেকে মিঠু পাল রকি (২৪) নামে অপহরণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে বাঁধা সৃষ্টি করে সাকলাইন হামিদ (২৪) নামে এক যুবক। এ সময় তাকেও পুলিশের কাজে বাধা সৃষ্টি করায় গ্রেপ্তার করা হয়।
সোমবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চট্টগ্রাম নগরীর ষোলশহর বিপ্লব উদ্যান থেকে দুজনকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেপাঁ চলাইশ থানার উপ-পরিদর্শক মো. হাসান ইমাম জানিয়েছেন, ‘বিপ্লব উদ্যান থেকে অপহরণ মামলার আসামি মিঠুকে গ্রেপ্তার করতে গেলে গ্রেফতার করা অন্য আসামি সাকলাইন মিঠুকে গ্রেপ্তারে বাধা দেয়। তাই তাকেও আমরা আটক করেছি।’
জানা গেছে, চলতি বছরের মে মাসে চট্টগ্রাম ষোলশহর এলাকার শিক্ষাবোর্ডের সামনে থেকে নালার সংস্কার কাজ করার সময় দুই শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের পর তাদের কাছ থেকে দাবি করা হয় ২ লাখ টাকা। এর পর দিন অভিযান চালিয়ে ষোলশহর কর্ণফুলী মার্কেটের পিছনে রেললাইনের পাশে একটি গরুর খামার থেকে অপহৃতদের উদ্ধার করে পুলিশ।
পরে এ ঘটনায় অপহৃত শ্রমিকদের মাঝি বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যান থেকে দুজনকে আটক করে পুলিশ।