নগর প্রতিবেদক :
চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। কোতোয়ালীর ফিরিঙ্গিবাজার এলাকায় ট্রাক থেকে জাম্বুরা নিক্ষেপ করে প্রতিমার হাত ভেঙে দেয়া হয় বলে অভিযোগ ওঠে।
রোববার রাত পৌনে ১টার দিকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— দুলাল (৩৫),কবির (৪২) ও ইকবাল (৩২)। তারা সকলেই ওই এলাকার ফল আড়তের শ্রমিক।
এর আগে একইদিন রাত ১১টার দিকে দেওয়ানজী পুকুর পাড় থেকে ফিরিঙ্গীবাজার এলাকায় পুজামণ্ডপে প্রতিমা নেওয়ার পথে মন্নান গলি এলাকা অতিক্রম করলে অজ্ঞাত কয়েকজনের ছোঁড়া ঢিলে প্রতিমার একটি হাত ভেঙে যায়। ঘটনাটি জানাজানি হলে সনাতন ধর্মাম্বলীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে পরবর্তীতে আরও একজনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থলসহ পুজামণ্ডপ পরিদর্শন করেন সিএমপির ডিসি (দক্ষিণ) বিজয় বসাক, এসি কোতোয়ালী, ওসিসহ পুলিশ কর্মকর্তারা।
এ ঘটনায় রাতে ফিরিঙ্গীবাজার শিববাড়ী পুজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দরা কোতোয়ালী থানায় মামলা করেন।
কোতোয়লী থানা পুজা উদযাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক তারুণ দাশ প্রলয় বলেন, রাতে দেওয়ানজী পুকুর পাড় থেকে প্রতিমাটি ফিরিঙ্গিবাজার শিববাড়ি লেইন মন্দিরে নিয়ে যাচ্ছিলেন পুজা কমিটির সদস্যরা।
এ সময় মান্নান গলি এলাকা অতিক্রম করার সময় ফলের আড়তের সামনে একটি ট্রাক দাঁড়ানো ছিল। সেখান থেকে কেউ ঢিল ছুঁড়ে মারলে প্রতিমার হাত ভেঙ্গে যায়।
এদিকে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক সুকান্ত চৌধুরী বলেন, ‘প্রতিমা ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’