ফ্রিল্যান্সারের কাছ থেকে সাংবাদিক পরিচয়ে ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টায় আটক ৫

নগর প্রতিবেদক :

নগরের লালদিঘী এলাকায় পেশাদার এক ফ্রিল্যান্সারের কাছ থেকে সাংবাদিক পরিচয়ে ডলার হাতিয়ে নেওয়ার সময় ৫ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ অক্টোবর) সকালে জেল রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ফ্রিল্যান্সার আমিরুল ইসলাম।

এসময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২ হাজার ৮৫০ ডলার ও ১৫০ ডলার সমপরিমাণ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার পাঁচ প্রতারক হলো— কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামের আল ইমরান, মানিকগঞ্জের হরিরামপুর থানার পুকুরহাটি গ্রামের মো. শামীম মিয়া, ঢাকার আশুলিয়া থানার জামগড়া গ্রামের জাকির আহমেদ জীবন, পাবনার সুজানগর থানার খয়রান গ্রামের আব্দুর রাজ্জাক ও যশোরের মনিরাপুর থানার পলাশ হোসেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) চৌধুরী রেজাউল করিম বলেন, ‌‌‌‌পেশাদার এক ফ্রিল্যান্সারের কাছ থেকে ডলার নেওয়ার পর টাকা না দিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।

এ সময় চারজনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। তারা নিজেদের ক্রাইম পেট্রোল বিডির চিফ রিপোর্টার, সংবাদদাতা, উপস্থাপক ও ক্যামেরাম্যান পরিচয় দেন। পরে অভিযান চালিয়ে প্রধান আসামিকেও গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।